স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান অভিনয় করেছেন আরেক জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের চরিত্রে । ‘গফুরের বিয়ে’ শিরোনামের একটি ধারাবাহিকে সিদ্দিকের চরিত্রে দেখা যাবে জাহিদকে। ‘গফুরের বিয়ে’শিরোনামের এই নাটকটি রচনা ও পরিচালনা করছেন সিদ্দিক।
সিদ্দিক নিজেই নিজের বিয়ের গল্প নিয়ে নাটকটি নির্মাণ করছেন । তবে নিজে অভিনয় না করে রাখলেন জাহিদ হাসানকে।
১২-১২-১২ তারিখে বিয়ে করেছেন সিদ্দিক। তার এই বিয়ের ঘটনা নিয়ে এবার নাটক নির্মাণ করছেন তিনি। নাটকটির প্রথম ধাপের দৃশ্যধারণ সম্প্রতি পূবাইলে সম্পন্ন হয়েছে।
নাটকটিতে গফুর চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান। এতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, তারিন, এজাজুল ইসলাম, ম ম মোর্শেদ, মুনিরা মিঠু, শামীমা নাজনীন, ফারুক আহমেদ ও সিদ্দিকুর রহমান।
এ বিষয়ে সিদ্দিক বলেন, ‘মানুষকে আনন্দ দেওয়ার জন্যই নাটকটি নির্মাণ করছি। দর্শক ভাল একটি গল্পের ভিন্নরকম একটি নাটক দেখতে পাবেন।’