বাড়িপ্রধান খবরসিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ করে দেয়া উচিত, শিল্পমন্ত্রী

সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ করে দেয়া উচিত, শিল্পমন্ত্রী

340718f6ad189bd87e97895abc000d62-Amir--hossain--amu--25
স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ দেশের  অনুমতি বিহীন চালু নতুন সিএনজি ফিলিং স্টেশনগুলো পর্যায়ক্রমে বন্ধ করে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সরকারও এরকম চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী।সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের হলরুমে শুক্রবার দুপুরে  চেম্বার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

এসময় শিল্পমন্ত্রী আরও বলেন, বাস মালিকরাও স্বল্পমূল্যে গ্যাস নেন, কিন্তু বাস ভাড়া কমান না। কোটি টাকা দিয়ে প্রাইভেট কার কিনে কম পয়সায় গ্যাস ব্যবহার করা যুক্তিসঙ্গত নয়। এটা মেনে নেয়া যায় না। তাই পর্যায়ক্রমে সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ করে দেয়া উচিত।

এছাড়াও মন্ত্রী বলেন, অপচয়রোধে সব ধরণের পাইপ লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া প্রয়োজন। গ্যাসের অপচয়ের কারণে মজুদ কমে আসছে। বিদেশের মতো বাসা-বাড়িতে সিলিন্ডার দিয়ে গ্যাস ব্যবহার করলে অপচয় কমবে।

সিলেটের ফেঞ্চুগঞ্জে নির্মাণাধীন শাহজালাল সারকারখানা আগামী জুন মাসে উদ্বোধন হবে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, ইতিমধ্যে সারকারখানাটির ১১টি ইউনিটের কাজ সম্পন্ন হয়েছে। বাকি ৮টি ইউনিটের ৯৫ ভাগ কাজ শেষ হয়ে গেছে। নতুন কারখানাটি উদ্বোধন করা হলে পুরাতন সারকারখানাকে অ্যামোনিয়া কারখানায় রূপান্তর করা হবে। এতে অ্যামোনিয়া আমদানি কমবে।

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সিলেট চেম্বারের সাবেক সভাপতি ফারুক আহমদ মিসবাহ, ব্যবসায়ী নেতা কলন্দর আলী, আবদুল মান্নান, মুশফিক জায়গীরদার, আবদুল্লাহ আল মামুন, আলীমুল এহসান চৌধুরী, নোমান মাহমুদ ও আবুল মিয়া প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img