বাড়িজাতীয়সারাদেশে ৭২ ঘন্টার হরতাল চলছে

সারাদেশে ৭২ ঘন্টার হরতাল চলছে

 hortal_47059
স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ  বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে সারাদেশে ৭২ ঘন্টার হরতালের দ্বিতীয় দিন চলছে।
শুক্রবার দলীয় নেতাকর্মীদের গণগ্রেপ্তার, গুম, হত্যার প্রতিবাদে ও অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সবার অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এই হতালের ডাক দেন।
হরতাল রবিবার ভোর ৬টা থেকে শুরু হয়। শেষ হবে বুধবার ভোর ৬টায়। এর আগে গত তিন সপ্তাহ ধরে প্রতিটি কর্মদিবসে হরতাল পালন করছে বিএনপি জোট।
এদিকে আজ সকাল পর্যন্ত  রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে বিক্ষিপ্ত মিছিল-পিকেটিং, অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তেমন কোন সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি।

হরতাল-অবরোধকে ঘিরে রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন রয়েছে র‌্যাব, পুলিশ ও বিজিবি। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যৌথ টহল টিম নামানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img