স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গ্রেপ্তার, মিথ্যা মামলা-হামলা নির্যাতন ও সরকারি এজেন্ট দিয়ে নাশকতা সৃষ্টির প্রতিবাদে লাগাতার অবরোধের মধ্যেই রোববার ভোর ৬টা থেকে সারাদেশে ৭২ ঘণ্টার হরতাল চলছে ।
তবে হরতালের কোনো প্রভাব পড়েনি রাজধানীর জনজীবনে। সকাল থেকেই রিকশা-অটোরিকশার পাশাপাশি চলছে সব ধরনের যানবাহন। সদরঘাট থেকে ছেড়ে যাচ্ছে লঞ্চ, সংখ্যায় কম হলেও ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস।
সকালে রাজধানীতে যানবাহন একটু কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় যানবাহনের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে।
রোববার সকালে রাজধানীর মিরপুর, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া, শ্যামলী, গাবতলী, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, পুরানা পল্টন, গুলিস্থানসহ আশপাশের এলাকা ঘুরে এমন দৃশ্যই দেখা গেছে।
রোববার সকাল ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত রাস্তায় যানবাহনের সংখ্যা কম দেখা গেছে। তবে ৮টা থেকে সাড়ে ৮টা নাগাদ রাস্তায় বাড়ছে যানবাহন। সকাল সাড়ে ৮টার দিকে ফার্মগেটে যানবাহনের ভিড় লক্ষ্য করা গেছে। তবে প্রাইভেটকারের সংখ্যা ক
যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন সড়কে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, নাশকতার আশংকায় চাঁদপুর ও দিনাজপুরে ১৯ জনকে আটক করেছে পুলিশ।