বাড়িব্রেকিং নিউজসারাদেশে ১৯ গাড়িতে আগুন : আহত ১০

সারাদেশে ১৯ গাড়িতে আগুন : আহত ১০

news_img

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃবিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের একটানা অবরোধ ও থেমে থেমে চলতে থাকা ৭২ ঘন্টা হরতালের প্রথম দিনে রাজধানীসহ সারাদেশে অন্তত ১৯ গাড়িতে অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। এছাড়াও সারাদেশে হাতবোমা হামলা ও ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এতে কমপক্ষে দশজন আহত হয়েছেন।

রোববার সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাজধানীতে ৭টি গাড়িতে অগ্নিসংযোগ :

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ ও ৭২ ঘন্টা হরতালের প্রথমদিনে রাজধানীতে সকালে তিনটি এবং সন্ধ্যার পরপর আরো চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যায় নগরীর বনশ্রী, মতিঝিল ও গুলিস্তানে তিনটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার সকাল ও সন্ধ্যার পর এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার নিলুফার ইয়াসমিন এসব অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে।

মতিঝিল থানাধীন আরামবাগের দোল্লাস গলির মাথায় ‘মালঞ্চ পরিবহনের (ঢাকা মেট্রো চ- ১৭-৭৭০৪)’ একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় পরিবহন শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে অগ্নিকাণ্ডের বিষয়টি অস্বীকার করেছে মতিঝিল থানা পুলিশ। ডিউটি অফিসার এসআই সুজন শীর্ষ নিউজকে জানান, এ ধরণের কোনো তথ্য তাদের কাছে নেই। গুলিস্তানের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশের সড়কে মিরপুরগামী ‘শিকড় পরিবহনের’ এক যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতে খবর পাওয়া যায়নি।

নগরীর জজ কোর্টের পাশের সড়কে মিরপুরগামী ‘ইউনাইটেড পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

তবে এতে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

অপরদিকে, গুলিস্তানের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশের সড়কে মিরপুরগামী ‘শিকড় পরিবহনের’ এক যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতে খবর পাওয়া যায়নি। রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এরআগে, রোববার সকালে রাজধানীতে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-কন্ট্রোল) এনায়েত হোসেন সকালে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল সোয়া ৯টার দিকে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে নগর পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে রায়েরবাগে পুনম সিনেমা হলের পাশে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর রায়েরবাগে অপর একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।

এর আগে, শনিবার রাতে রাজধানীতে পৃথক স্থানে ৬টি গাড়িতে আগুন, একটি গাড়িতে ভাঙচুর ও ৭টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। রাত পৌনে ৭টার দিকে মৌচাক, যাত্রাবাড়ী ও কমলাপুর এলাকায় এ সব ঘটনা ঘটে।

রাজশাহী ২ বাসে আগুন :

রাজশাহীতে কাউন্টারে দাঁড়িয়ে থাকা হানিফ পরিবহনের দু’টি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। সকাল সাড়ে ৬ টার দিকে রাজশাহী শিরাইল বাস টার্মিনাল এলাকায় এ এগুন দেওয়ার  ঘটনা ঘটে বলে জানা যায়।

জয়পুরহাটে ৩ বাসে আগুন :

২০দলীয় জোটের ডাকা অনির্দিষ্ট কালের অবরোধের ৫৫তম দিনে এবং ৭২ঘণ্টা হরতালের প্রথম দিনে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বাসস্ট্যান্ডে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সকাল ৭টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বাসস্ট্যান্ডে দাড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দেয় তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে  ৭-৮ জনের একটি দল এসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এদিকে স্থানীয়রা ধারণা করছে হরতালকারীরাই এ ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আক্কেলপুর থানার ওসি আবুল কালাম সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

লক্ষ্মীপুরের কমলনগরে ৩ গাড়িতে অগ্নিসংযোগ :

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পৃথক স্থানে ট্রাক ও হিউম্যান হলারে অগ্নিসংযোগ এবং একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুর ১টার দিকে পৃথক ঘটনায় এসব সহিংস ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কমলনগর উপজেলার হাফেজিয়া মাদ্রাসা এলাকায় একটি ট্রাক ও একটি হিউম্যান হলারে আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর হাজিরহাটের দক্ষিণ বাজার এলাকায় যাত্রীবাহী অপর একটি লেগুনা ভাংচুরের পর তাতে অগ্নিসংযোগ করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। কমলনগর থানার এএসআই রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়ায় কোচে পেট্রলবোমা হামলা :

বগুড়ায় টিআর ট্রাভেলস এর একটি যাত্রীবাহী কোচে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে কোচটিতে আগুন ধরে ক্ষতি হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা। রোববার রাত ৮টার দিকে বগুড়া শহরতলীর বনানী শাপলা চত্বরে এ ঘটনা ঘটে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, দুর্বৃত্তদের নিক্ষেপ করা পেট্রলবোমায় কোচটির ব্যাপক ক্ষতি হলেও যাত্রীদের কেউ হতাহত হয়নি।

চাঁদপুরে সওজ বিভাগের প্রকৌশলীর গাড়িতে আগুন :

জেলার সড়ক ও জনপদ বিভাগের নিবার্হী প্রকৌশলী জাহেদ হোসেনের গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িটিরন ভেতরে সম্পূর্ণ পুড়ে যায়। রোববার রাত সাড়ে ৭টার দিকে সড়ক ও জনপদ ভবনের নিচে এ ঘটনা ঘটে। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিসংযোগকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সিলেটের বিয়ানীবাজারে ২ গাড়িতে আগুন :

জেলার বিয়ানীবাজার উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে জেলার বিয়ানীবাজার উপজেলার শেওলা জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। – See more at: http://www.sheershanews.com/2015/03/01/71019#sthash.8hq8pkvE.dpuf

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img