বাড়িজাতীয়সারবাহী কার্গো’র ধাক্কায় মাঝ পদ্মায় লঞ্চডুবি

সারবাহী কার্গো’র ধাক্কায় মাঝ পদ্মায় লঞ্চডুবি

a3fd5f030cac7d36c90f22ea29da5590_XL

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ  সারবাহী কার্গো’র ধাক্কায় পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে  দুই শতাধিক যাত্রী নিয়ে এমভি মোস্তফা নামে একটি লঞ্চ ডুবে গেছে। এ ঘটনায় অনেকে হতাহতরে আশঙ্কা করা হচ্ছে।

আজ রোববার বেলা পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে বিআইডব্লিউটিএ-এর কর্মীরা তাৎক্ষণিকভাবে  উদ্ধার কাজ শুরু করেছে জানা যায়।

লঞ্চটির মাস্টার আফজাল হোসেন এ খবর নিশ্চিত করেন জানান, সারবাহী কার্গো’র ধাক্কায় ১২টার দিকে লঞ্চটি ডুবে যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img