বাড়িব্রেকিং নিউজসাভারে যাত্রীবাহী বাসে আগুন, অগ্নিদগ্ধ দুই

সাভারে যাত্রীবাহী বাসে আগুন, অগ্নিদগ্ধ দুই

777_68695

সময় সংবাদ বিডি,সাভার :

সাভারে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছুঁড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।এ ঘটনায় বাসের দুই যাত্রী অগ্নিদগ্ধ হয়েছেন।অগ্নিদগ্ধরা হলেন, ইসমাইল (২৭) ও আসমত (৪৫)। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত নয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ড বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতে গাবতলী থেকে জাকের পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পরে রাত নয়টার দিকে যাত্রীবাহী বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ড বাসস্ট্যান্ডের মধুমতি টাইলস কারখানার সামনে পৌঁছালে কয়েকজন যুবক পেট্রলবোমা ছুঁড়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

এসময় বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে দুই জন অগ্নিদগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পেঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব, অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img