স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ সাভারের ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার সালেহপুর ব্রিজ এলাকায় বিআরটিসির দ্বিতল বাস ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও আহত হয়েছেন অন্তত দু’জন।
বুধবার দুপুরে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার সালেহপুর ব্রিজের কাছে এলে তাদের মোটরসাইকেলকে একটি বিআরটিসি দ্বিতল বাস সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় মোটরসাইকেলে থাকা এক যুবক ঘটনাস্থলেই মারা যান। আহত হন তার সঙ্গে থাকা অন্য যুবকসহ এক পথচারী।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেন।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া বলেন, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে।