স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্যে খাবার নিয়ে আসা সাবেক ১২ সেনা কর্মকর্তাদের গুলশানের ৮৬ নম্বর সড়ক থেকেই ফিরিয়ে দিয়েছে পুলিশ।
শনিবার বেলা ১২টা ২০ মিনিটে গুলশানের ৮৬ নম্বর সড়কের মাথা থেকেই তাদের ফিরিয়ে দেয় পুলিশ। এসময় তাদের হাতে বিভিন্ন ধরণের খাবার প্যাকেট, পানি ও কলা দেখা গেছে। মেজর (অব.) ইফতেখার নেতৃত্বে সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে স্কোয়াড্রন লিডার (অব.) জামিল, কমান্ডার (অব.) রেজা, মেজর (অব.) ওহিদুন নবী ও নৌবাহিনীর কমান্ডার (অব.) সাইফুল পাইকার ছিলেন।
খালেদা জিয়ার সঙ্গে দেখা না করতে পেরে মেজর (অব.) ওহিদুন নবী অপেক্ষমান সাংবাদিকদের বলেন, ‘আমরা এখানে কোনো রাজননৈতিক উদ্দেশ্য নিয়ে আসেনি। আমাদের উদ্দেশ্য ছিল সাবেক সেনাপ্রধানের স্ত্রী কেমন আছেন তা দেখা।’
সাবেই এই সেনা কর্মকর্তা বলেন, ‘সাবেক সেনা প্রধানের স্ত্রী ও প্রধানমন্ত্রী না খেয়ে আছেন শুনে আমরা ব্যথিত হয়ে খাবার নিয়ে এসেছিলাম। কিন্তু পুলিশ আমাদের বাধা দেয়। খাবার খালেদা জিয়ার কার্যালয়ে পৌঁছে দেওয়ার অনুরোধ করলেও তা রক্ষা করেনি পুলিশ।’
তিনি আরো বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রীর খাবার বন্ধ রাখা, মানবাধিকারের লঙ্ঘন। আমরা এর নিন্দা জানাই।’