স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ তিন প্রজন্মের প্রেমকাহিনী নিয়ে তৈরি সিনেমা ‘এক পেহেলি লীলা’। এই ছবিতে লীলার চরিত্রে অভিনয় করেছেন বলিউডের বেবিডল সানি লিওন।
শুক্রবার মুক্তি পেল এই ছবির ট্রেলার। এই ছবিতে তিনটি লুকে দর্শকদের সামনে হাজির হয়েছেন সানি লিওন। এখানে রাজস্থানি পোশাকে মানবী অপ্সরা হয়ে ওঠেছেন সানি।
ট্রেলারটিতে বেশ কয়েকটি জায়গায় ঘনিষ্ঠ দৃশ্যে ফ্রেমবন্দি হয়েছেন তিনি। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে জয় ভানুশালীকে।
ভূষণ কুমার পরিচালিত এই ছবিটি মুক্তি পেতে চলেছে মার্চ মাসে। তবে এই ছবিতে খোলামেলা পোশাক ছাড়াও ভারতীয় পোশাকে দেখা যাবে বলিউডের এই হট নায়িকাকে।
নব্বইয়ের দশকে ‘হাম দিল দে চুকে সানম’ ছবির সেই হিট গান ‘ডোলি তেরা ডোল বাজে’-এর সঙ্গে কোমর দোলাতে দেখা যাবে সানিকে।