সময় সংবাদ বিডি,সাতক্ষীরা:-
সাতক্ষীরা সীমান্তে ভারত থেকে সোমবার রাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ২৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে সাতক্ষীরা সীমান্ত থেকে ২৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা। সোমবার দিনগত রাতে দিকে সদর উপজেলার লক্ষ্মীদাড়ী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের বাড়ি বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার দেবহাটা ও আশাশুনি উপজেলায়।
বিজিবি’র সাতক্ষীরা ৩৮ ব্যাটেলিয়ানের আওতাধীন ভোমরা বিওপির কমান্ডার সুবেদার ওসমান গনি বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।