স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা সাতক্ষীরায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটারগান, তিনটি দেশি বন্দুক ও একটি পিস্তল উদ্ধার করেছে ।
মঙ্গলবার রাত ১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর গ্রামের আব্দুস সবুর ওরফে গডফাদার সবুরের বাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি দল এ অভিযান চালায়।