বাড়িক্রিকেটসাউদির ঝড়ে ১২৩ তে গুটিয়ে গেল ইংলিশদের ইনিংস

সাউদির ঝড়ে ১২৩ তে গুটিয়ে গেল ইংলিশদের ইনিংস

sauthi_bg_574765440

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ সাউদির বোলিং ঝড়ে ক্ষুদ্র পুঁজিতে গুটিয়ে গেল ইংলিশদের ইনিংস। ইংলিশরা ৩৩.২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২৩ রান।

দেখেশুনে ব্যাট চালাতে থাকা ইংলিশদের প্রথম উইকেটের পতন হয় দলীয় ১৮ রানের মাথায়। পঞ্চম ওভারের প্রথম বলে ইয়ান বেলকে বোল্ড করে ফেরান টিম সাউদি। সপ্তম ওভারের দ্বিতীয় বলে আবারো সাউদির আঘাত।

সাউদি, বোল্টের পর ইংলিশ শিবিরে আঘাত হানেন কিউই সেরা স্পিনার ভেট্টরি। পরের ওভারে নিজের তৃতীয় উইকেট তুলে নেন সাউদি। টিম সাউদির তার চতুর্থ শিকারে ফেরান জস বাটলারকে। একই ওভারে নিজের পঞ্চম উইকেট তুলে নেন সাউদি। সব শেষ স্টিভেন ফিনকে আউট কারে নিজের সপ্তম উইকেট শিকার করেন তিনি।

ইংলিশদের হয়ে জো রুট করেন সর্বচ্চো ৪৬ রান।

এর আগে ওয়েলিংটনের ওয়েস্ট প্যাক স্টেডিয়ামে এগারোতম বিশ্বকাপের পুল ‘এ’র ম্যাচে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। টস জিতে ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান বিশ্বকাপের সহ-আয়োজক নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

একাদশ নিউজিলান্ড: মার্টিন গাপটিল, ব্রেন্ডন ম্যাককালাম, কেন উইলিয়ামসন, রস টেইলর, গ্র্যান্ট এলিয়ট, কোরি অ্যান্ডারসন, লুক রঞ্চি, ড্যানিয়েল ভেট্টরি , টিম সাউদি, অ্যাডাম মিলনে ও ট্রেন্ট বোল্ট।

একাদশ  ইংল্যান্ড: মঈন আলী, ইয়ান বেল, গ্যারি ব্যালান্স, জো রুট, ইয়ন মরগান, জেমস টেইলর, জস বাটলার, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড, স্টিভেন ফিন ও জেমস অ্যান্ডারসন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img