বাড়িবিজ্ঞান-প্রযুক্তিসাইবেরিয়াতে রহস্যময় গর্তের সন্ধান

সাইবেরিয়াতে রহস্যময় গর্তের সন্ধান

image_112136.yamal-new-craters

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ গত জুলাই মাসে রাশিয়ায় কয়েকটি রহস্যময় গর্তের সন্ধান পাওয়া যায়। স্যাটেলাইট ইমেজে এমন আরও অনেকগুলো গর্ত দেখা গেছে সম্প্রতি এবং এ ব্যাপারে আরও অনুসন্ধানের দাবি করছেন গবেষকেরা।

স্যাটেলাইট ইমেজে দেখা গেছে চারটি বিশাল আকৃতির গর্ত এবং প্রায় ডজনখানেক ছোট আকৃতির গর্ত। ঠিক কি কারণে এমন গর্ত তৈরি হচ্ছে তা এখনো জানা যায়নি।

সাইবেরিয়ার ইয়ামাল পেনিনসুলা এলাকায় রয়েছে এমন বিশাল পাঁচটি গর্ত বা ক্রেটার এবং এর আশেপাশের এলাকায় আছে আরও দুইটি। এর চারটির নির্দিষ্ট অবস্থান জানা যায় এবং বাকি তিনটির কথা জানা যায় বল্গাহরিণ পালকদের থেকে।

গবেষকদের মতে এই গর্তগুলো ব্যাঙ্গের ছাতার মতো, একটি পাওয়া গেলে এর কাছে আরও কতোগুলো খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকে। এমনকি ২০-৩০টি গর্ত খুঁজে পাওয়ারও সম্ভাবনা রয়েছে।

এতো বেশী গর্ত খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে অথচ এখনো পর্যন্ত গর্তগুলো সৃষ্টির পেছনে কারণ জানা যায়নি, এ ব্যাপারে চিন্তিত হওাটাই স্বাভাবিক।

একেকটি গর্তের গভীরতা হতে পারে ৭০ মিটার এবং ব্যাস হতে পারে ৬০০ মিটার পর্যন্ত। এ কারণে পরবর্তীতে মানব বসতির কাছাকাছি এমন গর্ত তৈরি হতে থাকলে তা মানুষের জানমালের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।

সমস্যা হলো, এ ব্যাপারে গবেষণাটা বেশ সময়সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ। কারণ যে কোনো সময়ে এর থেকে গ্যাস নিঃসরণের সমস্যা দেখা যায়।

গত নভেম্বরে একটি গর্ত নিয়ে অনুসন্ধান করা হয়। এ থেকে প্রাপ্ত তথ্য থেকে ধারণা করা হয়, সাইবেরিয়ার পার্মাফ্রস্টের কারণে ভূগর্ভে আটকা পড়ে থাকা গ্যাসের পকেট তৈরি হয়। মাটির জমাট ভাব কাটতে শুরু করলে এসব গ্যাস প্রসারিত হয় এবং এক পর্যায়ে বিস্ফোরিত হয়ে সৃষ্টি করে এসব গর্ত।

ইয়ামাল পেনিনসুলার মতো জনশূন্য এলাকায় এরা কোনো সমস্যার সৃষ্টি না করলেও জনবসতিপূর্ণ এলাকায় হলে বেশ বিপজ্জনক হতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img