বাড়িপ্রধান খবরসহিংসতা মামলার দ্রুত বিচার শুরু, আইনমন্ত্রী

সহিংসতা মামলার দ্রুত বিচার শুরু, আইনমন্ত্রী

anisul hak

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ সহিংসতার ঘটনায় যেসব মামলা হয়েছে তা তদন্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই এসব মামলার বিচার শুরু হচ্ছে। ঢাকায় তিনটি মামলার দ্রুত বিচার হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এজন্য চিঠি দেওয়া হয়েছে। আলাদা ট্রাইব্যুনাল গঠন না হওয়া পর্যন্ত জেলা জজের অধীনে এর বিচার কাজ সম্পন্ন করা হবে।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নিবন্ধন পরিদপ্তরে রেজিস্ট্রেশন সংক্রান্ত বালামবহি, সূচিবহি ও প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ ও পরিদপ্তরের বর্ধিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন সচিব আবু সালেহ শেখ জহিরুল হক, রেজিস্টার বিভাগের সচিব শহিদুল হক ও নিবন্ধন মহাপরিদর্শক খান আবদুল মান্নান প্রমুখ।

আইনমন্ত্রী বলেন, ‘সন্ত্রাস দমন ও দ্রুত বিচারে ৫টি আইন দরকার ছিলো। তিনটি বিদ্যমান রয়েছে, আগামীতে বাকি দুটি আইন করা হবে। বর্তমান রাজনৈতিক সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলার বিচারে যেহেতু আলাদা ট্রাইব্যুনাল নেই, তা গঠনের আগ পর্যন্ত একজন বিজ্ঞ বিচারক তথা জেলা জজের অধীনে করা হবে। এসব মামলা অতিরিক্ত দায়রা জজ চালাতে পারবেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ এর ব্যাপারে আপিল বিভাগ দেখবে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img