জুবায়ের মুকুল ,সময় সংবাদ বিডি:
গ্রাহকেদর জন্য মোবাইল ফোনে ভয়েজ ও ডাটা রোমিং সেবা প্রক্রিয়া আরো সহজ ও সুবিধা জনক করে তোলার ঘোষনা দিয়েছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফোন অপারেটর রবি আজিজয়াটা লিমিটেড ।
মঙ্গলবার দুপুর সাড়ে বারটায় রাজধানীর ওয়েসটিন হোটেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ববির কর্মকর্তারা ।
রবির কর্মকর্তারা নোবেল জানান , ভয়েজ রোমিংয়ের পাশা পাশি ৭২ দেশে ডেইলি ডাটা রোমিং প্যাক প্রধান করছে রবি ।সুবিধাটি উপভোগ করার জন্য রবির গ্রহকদের *১৪০*১০*৩# নম্বরে ডায়েল করতে হবে ।
তারা আরো জানান বরি দেশের এক মাত্র অপরেটর যারা ১০০টি দেশে এমন সহজ ও সুবিধা জনক রোমিং সেবা প্রধার করছে । এ রোমিং সেবা পেতে নির্দিষ্ট অপরেটার বাছাই করার ঝামেলা পোহাতে হবে না গ্রহককে ।বরং একটি নির্দিষ্ট দেশে সব অপরেটেরেই এক রেটে রোমিং সুবিধা গ্রহন করতে পারবেন রবি গ্রহকরা ।