বাড়িজাতীয়সশস্ত্র বাহিনীর তথ্য পরিবেশনে সতর্কতার অনুরোধ

সশস্ত্র বাহিনীর তথ্য পরিবেশনে সতর্কতার অনুরোধ

ispr_117535_0

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ:সশস্ত্র বাহিনী নিয়ে যেকোনো ধরনের তথ্য প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

 

রোববার আইএসপিআরের সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইদানিং কোনো কোনো গণমাধ্যমে সশস্ত্র বাহিনীকে নিয়ে অনুমাননির্ভর, মনগড়া তথ্য পরিবেশিত হচ্ছে। এ ধরনের অনুমাননির্ভর ও মনগড়া তথ্য বা মন্তব্য পরিবেশন অনাকাঙ্ক্ষিত। এটা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সশস্ত্র বাহিনী একটি দেশপ্রেমিক সংগঠন, যা সম্পূর্ণরূপে সংবিধান ও দেশের আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল। এ অবস্থায় সশস্ত্র বাহিনী সংক্রান্ত যেকোনো মন্তব্য বা তথ্য পরিবেশনের আগে যথেষ্ট সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img