বাড়িব্রেকিং নিউজসরকার উদ্বিগ্ন নয়, সংলাপের প্রশ্নই আসে না:নাসিম

সরকার উদ্বিগ্ন নয়, সংলাপের প্রশ্নই আসে না:নাসিম

NASIM-1423206951

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃআওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বিরোধী জোটের সঙ্গে সংলাপের প্রশ্নই আসে না। বিদেশীরা কে কি বলল তা নিয়ে আমরা উদ্বিঘ্ন নই। এটি নিয়ে আমাদের মাথা ব্যথা নেই।

শুক্রবার ধানমণ্ডিতে দলের রাজনৈতিক কার্যালয়ে সভানেত্রীর বিএনপি-জামাত জোটের আন্দোলনের নামে সহিংসতা প্রতিহতে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাত মানুষের রক্তে রঞ্জিত। তিনি এ কাজ করে ক্ষমতায় যাওয়ার যে চেষ্টা করছেন তা সফল হবে না।

নাসিম বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন তার কাজ করছে। ১৪ দল তা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে।

বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জাসদের কার্যকরি সভাপতি মাইনুদ্দিন খান বাদল, সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img