স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ আশিকি টু ছবির সাফল্যের পাশাপাশি ছবির প্রধান দুই অভিনয়শিল্পী আদিত্য-শ্রদ্ধার প্রেমটাও সফলতার পথেই চলছিল। অবশেষে এই প্রেমের সম্পর্কের ইতি টানলেন প্রেমিক যুগল শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুর।
জানা গেছে, কিছুদিন আগেও শ্রদ্ধা ও আদিত্য একসঙ্গে থাকলেও এখন আর তাদের মধ্যে কোন ধরনের যোগাযোগ নেই। দুজন দুজনের পথ বেছে নিয়েছেন। শুধু তাই নয়, বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়ার কথা থাকলেও মুখোমুখি হতে হবে বলে সেসব বাতিল করছেন তারা। অনেকেই মনে করছেন প্রেমের সম্পর্ক ভাঙার পেছনে শুধু শ্রদ্ধাই দায়ী।
ইদানীং নতুন ছবিতে অভিনয় ও সফলতায় তিনি বেশি অহমিকায় ভুগছেন। যে কারণে আদিত্যকে এখন প্রয়োজনবোধ করছেন না শ্রদ্ধা। অবশ্য এমন কথার প্রমাণও পেয়েছেন অনেকে। শোনা গেছে ইদানীং শ্রদ্ধা গোপনে গোপনে অন্য এক নায়কের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছেন। তবে তার নতুন প্রেমের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।