স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ নেতাকর্মীদের হত্যা, গুম, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে এবং ও অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট ডেকেছে ছাত্রদল।
আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এ ধর্মঘট পালন করবে ছাত্রদল।
সোমবার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।