স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ অষ্টম আইপিএল-এর নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার তিনিই। আজ আইপিএল এর নিলামে ১৬ কোটি রুপি অলরাউন্ডার যুবরাজ সিংহকে কিনে নিয়েছে দিল্লি ডেয়ার ডেভিলস্। এবারের নিলামে তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি রুপি।
কিন্তু গতবার যে দলে ছিলেন সেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও দিল্লি ডেয়ার ডেভিলসে যুবির রেকর্ড দর উঠল। আইপিএলের ইতিহাসে এটাই এখনও পর্যন্ত তাঁকেই সবচেয়ে বেশি দামে কিনল কোনও ফ্রাঞ্চাইজি। এর আগের বছর ১৪ কোটি রুপি দর উঠেছিল তাঁর।
জাতীয় দলে না থাকা সত্বেও যুবির এত চড়া দাম ওঠায় স্বভাবতই বিস্মিত ক্রিকেট মহল। এদিন নিলামে তাঁকে নিতে দরকষাকষি শুরু হয় রাজস্থান রয়্যালস, আরসিবি,কিংস ইলেভেন পাঞ্জাব ও দিল্লি ডেয়ার ডেভিলসের মধ্যে। কিন্ত দর সাত কোটি ছাড়িয়ে যাওয়ার পর নিরস্ত হয় রাজস্থান ও পাঞ্জাব।
এক নজরে দেখে নেওয়া যাক নিলামে আগামি আইপিএল ম্যাচে কোন দল কোন ক্রিকেটারদের কত টাকায় কিনে নিল-
শ্রীলঙ্কার ক্যাপটেন তথা অলরাউন্ডার অ্যাঞ্জেল ম্যাথিউসকে সাড়ে সাত কোটি টাকায় কিনেছে দিল্লি ডেয়ারডেভিলস্। ১৬ কোটি রুপি যুবরাজ সিংহকে কিনে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস্ । সাড়ে ১০ কোটি রুপিতে ব্যাটসম্যান তথা উইকেটকিপার দিনেশ কার্তিককে কিনে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জারস্ বেঙ্গালুরু। মাত্র ২ কোটি রুপি ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপটেন কেলভিন পিটারসনকে কিনেছে সানরাইজারস্ হায়দরাবাদ। গত বছর দিল্লি ডেয়ারডেভিলস্ তাঁর মূল্য দিয়েছিল ৯ কোটি রুপিতে। টেস্ট ওপেনার মুরলী বিজয়কে ৩ কোটি রুপিতে কিনেছে কিংস্ ইলেভেন পাঞ্জাব। সাড়ে ৩ কোটি রুপি লেগ-স্পিনার অমিত মিশ্রকে কিনেছে দিল্লি ডেয়ার ডেভিলস্ । অস্ট্রেলিয় ওপেনার আরন ফিঞ্চকে ৩ কোটি ২০ লক্ষ টাকায় কিনেছে মুম্বাই ইন্ডিয়ানস্ । ইওইন মরগ্যানকে দেড় কোটি রুপিতে কিনেছে সানরাইজারস্ হায়দরাবাদ। কেন উইলিয়ামসকে ৬০ লক্ষ টাকায় কিনেছে সানরাইজারস্ হায়দরাবাদ।
শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধন, কুমার সঙ্গকারা, সাউথ আফ্রিকার হাসিম আমলাকে কোনও ফ্রাঞ্চাইজি এখনও অবধি কেনেনি। আজকের নিলামে উপস্থিত ছিলেন, নীতা আম্বানি, রিকি পন্টিং, অনিল কুম্বলে, ভিভিএস লক্ষণ, মুথাইয়া মুরলীধরণ, রাহুল দ্রাবিড়, গ্যারি কারস্টেন, স্টিফেন ফ্লেমিং, বিজয় মাল্য, প্রীতি জিনতা প্রমুখ।