বাড়িপ্রধান খবরসন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল করছে সরকার, আইনমন্ত্রী

সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল করছে সরকার, আইনমন্ত্রী

anisul hak

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ সরকার দেশে চলমান রাজনৈতিক সহিংসতার ঘটনায় “এন্টি টেররিজম স্পেশাল ট্রাইব্যুনাল’’ গঠন করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

বৃস্পতিবার দুপুরে সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন,“এন্টি টেররিজম স্পেশাল ট্রাইব্যুনাল’’ গঠন না হওয়া পর্যন্ত সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার বিচার হবে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে।

তিনি আরও জানান, অগ্রাধিকার ভিত্তিতে মামলাগুলো যথা সময়ে নিষ্পত্তির জন্য আইন মন্ত্রণালয় থেকে জেলা ও দায়রা জজ বরাবর একটি পত্র দেওয়া হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img