বাড়িঅন্যান্য‘সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা’র স্বীকৃতি দিতে হবে, ওসি মিজানুর রহমান

‘সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা’র স্বীকৃতি দিতে হবে, ওসি মিজানুর রহমান

10346603_856647367706968_3256351458915889581_n

আকতার হোসেন, সময় সংবাদ বিডি-

কুমিল্লাঃ  একজন পুলিশ কর্মকর্তাকে তদন্তের ক্ষেত্রে ‘সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা’র স্বীকৃতি দিতে হবে, তা হলেই নাগরিকের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে।

দেবীদ্বার থানার বিদায়ী উপ-পরিদর্শক(এস.আই) শ্যামল চক্রবর্তীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বিচার প্রাার্থী নাগরিকের ন্যায় বিচার প্রতিষ্ঠায় দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান ওই বক্তব্য তুলে ধরেন।

‘জনতাই পুলিশ- পুলিশই জনতা’ এ শ্লোগানের সফল দ্বার উন্মোচনে,- পুলিশের সহযোগীতা চাওয়া সকল নাগরিকের সাথে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক গড়ে তোলে সৌহদ্যপূর্ণ আচরনে তার সন্তুষ্টি নিশ্চিত করা, মাদক নির্মূলে মাদক সেবী ও মাদক বিক্রেতাদের আইনের আওতায় আনতে কোন ধরনের ছার না দেয়াসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বিদায়ী উপ-পরিদর্শক(এস.আই) শ্যামল চক্রবর্ত্তীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, দেবীদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোরশেদ পারভেজ তালুকদার, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার সহ দেবিদ্বার থানার অফিসার বৃন্দ।

বিদায়ী এস.আই শ্যামল চক্রবর্তী দেবিদ্বার থানা হইতে বদলী সূত্রে কুমিল্লা জেলা সদরে ডিএসবি’তে যোগদান করিবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img