স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষায় যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে কক্সবাজারের রামুতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রোববার সকালে রামু সেনানিবাসে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে সকাল ১০টা ৪০ মিনিটে রামু সেনানিবাসের হেলিপ্যাডে অবতরণ করেন।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া ও ১০ পদাতিক ডিভিশনের জিউসি মেজর জেনারেল আতাউল এএইচ হাসান তাকে অভ্যর্থনা জানান।
সেনাবাহিনীর প্যারেড কমান্ডার মেজর জয়নুল আবেদীন চিশতি পরে তাকে কুচকাওয়াজের মাধ্যমে রাষ্ট্রীয় সালাম জানান।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত শ্রীমৎ সত্যপ্রিয় মহাথের, লে. কর্নেল মাজহারুল আল-কবির ও সরকারের সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতরাও অংশ নিয়েছেন।