স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটানায় দুজনকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে দুটি ককটেল ছুড়ে মারার ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে থাকা শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এম এ রিয়াজ ইসলাম রিয়াজ বলেন, ককটেল বিস্ফোরণের সময় স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে দু’জনকে আটক করা হয়েছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে।