বাড়িব্রেকিং নিউজসংলাপের বিষয়ে সুশীল সমাজের আহ্বান অগ্রহণযোগ্য: বাণিজ্যমন্ত্রী

সংলাপের বিষয়ে সুশীল সমাজের আহ্বান অগ্রহণযোগ্য: বাণিজ্যমন্ত্রী

তোফায়েল

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃনাগরিক সমাজের সংলাপের প্রস্তাব অবাস্তব ও অগ্রহনযোগ্য বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নাশকতা ও সহিংস তৎপরতাকে আড়াল করার জন্য একটি গণতান্ত্রিক দলকে সন্ত্রাসীদের সঙ্গে একই কাতারে দাঁড় করানোর চেষ্টা করছে নাগরিক সমাজ। বিএনপি-জামাতকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করে তাদের সঙ্গে কোনো সংলাপ বা আলোচনা হবে না।

পেট্রোলবোমা দিয়ে নিরীহ মানুষ হত্যাকারীদের সঙ্গে সংলাপ হতে পারে না— এ কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, যারা মাকে সন্তানহারা করছে, সন্তানকে মা-হারা করছে, পেট্রোলবোমা দিয়ে নিরীহ মানুষকে পোড়াচ্ছে, তাদের সঙ্গে সংলাপের প্রশ্নই আসে না।

রাজনৈতিক পরিস্থিতির সমাধান কিভাবে হবে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। সন্ত্রাসের সঙ্গে আপোস করলে, সে দেশ টেকেনা।

এ সময় সুশীল সমাজের নানা কর্মকাণ্ডেরও সমালোচনা করেন তোফায়েল আহমেদ।

উল্লেখ্য, বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে সোমবার নাগরিক সমাজের পক্ষে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা স্বাক্ষরিত ৩টি পৃথক চিঠি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের বরাবর পাঠানো হয়।

আর রাষ্ট্রপতির কাছে লেখা চিঠিতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে সংলাপের শুভ উদ্যোগ গ্রহনে অনুরোধ জানানো হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img