
স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ দীর্ঘদিনের প্রেমিক শীলাদিত্যকে বিয়ে করলেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। ৩০ বছর বয়সী শ্রেয়া ফেসবুক এবং টুইটার পেজে প্রথম তার বিয়ের খবর ভক্তদের উদ্দেশে জানায়।
গতকাল ৫ ফেব্রুয়ারি ঘরোয়া পরিবেশে শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের আমন্ত্রণ জানানো হয়েছিল বিয়ের অনুষ্ঠানে।
ফেসবুকে শ্রেয়া লেখেন, ‘বাঙালী রীতিতে গতকাল রাতে আমার ভালোবাসার (শীলাদিত্য) সঙ্গে, আমার বিয়ে হয়েছে। আমি এবং শীলাদিত্য জীবনের এই নতুন ধাপে সকলের দোয়া এবং শুভকামনা প্রার্থনা করছি।