বাড়িব্রেকিং নিউজশ্রীপুরে পেট্রোল ঢেলে ট্রাকে আগুন

শ্রীপুরে পেট্রোল ঢেলে ট্রাকে আগুন

ট্রাকে আগুন

সময় সংবাদ বিডি,শ্রীপুর :

বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা  টানা অবরোধের মধ্যে  ৭২ ঘণ্টা হরতাল শুরুর আগের রাতে শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের রঙ্গিলা বাজার এলাকায় পেট্রোল ঢেলে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ট্রাকটির ইঞ্জিনসহ সামনের অংশ পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুরের রঙ্গিলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. তাশাররফ হোসেন  জানান, রাত সাড়ে ৮টার দিকে রঙ্গিলা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে প্যারাডাইস ক্যাবল কারখানার গেটের সামনে দাঁড়িয়ে থাকা একটি খালি ট্রাকের সামনের কাঁচ ভাঙচুর করে দুর্বৃত্তরা। পরে ট্রাকটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে আগুন নেভায়। আগুনে ট্রাকটির ইঞ্জিনসহ সামনের অংশ পুড়ে গেছে। এতে কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।

স্থানীয় বাসিন্দা সেনাবাহিনীর সাবেক সার্জন আব্দুর রাজ্জাক ও কৃষকলীগ নেতা আব্দুল আজিজ  জানান, রাত ৭টার দিকে দুর্বৃত্তরা কয়েকটি মোটরসাইকেলে ওই মহাসড়কে বেশকিছু হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়ায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img