বাড়িজাতীয়শ্রীনগরে বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, পুলিশসহ নিহত ২

শ্রীনগরে বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, পুলিশসহ নিহত ২

road-accident

রুবেল ইসলাম, সময় সংবাদ বিডি-

মুন্সীগঞ্জঃ  শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক কনস্টেবলসহ দুইজন নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে (রোববার ভোররাতে)কামারখোলা এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী সুন্দরবন পরিবহনের যাত্রী বোঝায় বাস ও মাওয়াগামী প্রাইভেটকারের মধ্যে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এ ঘটনায় নিহত পুলিশ কনস্টেবলের স্ত্রী ও ছেলেসহ আরো তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর পুলিশ বাসটি আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, প্রাইভেটকার আরোহী রাজধানীর রমনা থানায় কর্মরত কনস্টেবল আব্দুর রাজ্জাক (৪২) ও প্রাইভেটকারের চালক আব্দুস সালাম (৪০)। মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে তিনি প্রাইভেটকারযোগে স্ব-পরিবারে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার হিরন্ময়কান্দি গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

নিহত পুলিশ কনস্টেবল গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার হিরন্ময় কান্দি গ্রামের মৃত আব্দুল মালেক খানের ছেলে।
শ্রীনগরের হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মনির হোসেন জানান, প্রাইভেটকারটি ঢাকা থেকে ছেড়ে গোপালগঞ্জের কাশিয়ানিতে যাচ্ছিল। এ সময় সুন্দরবন পরিবহনের বাসটি খুলনা থেকে যাত্রীবোঝায় করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় বিপরীতমুখী প্রাইভেটকার ও যাত্রীবোঝায় বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান পুলিশের কনস্টেবল ও কার চালক।

এদিকে নিহত পুলিশ কনস্টেবলের স্ত্রী আমেনা খাতুন (৩৮), ছেলে মো: রাতুল (৮) ও ভাগ্নে মো-আসলামকে (৩৫) চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহত ২জনের লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img