গতকাল বৃহস্পতিবার বিজিএমইএ-এর কার্যালয়ে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
এসময় মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক পরিবর্তনে তৈরি পোশাকশিল্প গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। রানা প্লাজার পর বাংলাদেশ শিখেছে কীভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। এ দুর্ঘটনার পর বাংলাদেশ অনেক ভালো উদ্যোগ নিয়েছে।
বৈঠকে বার্নিকাট আরো বলেন, বাংলাদেশের পোশাকখাত অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। এখাতের শ্রমিকদের কর্মপরিবেশ ও নিরাপত্তায় অনেক অগ্রগতি হয়েছে। তবে অগ্রগতি বাড়াতে হবে এবং কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
এর আগে বিজিএমইএ সভাপতি মো. আতিকুল ইসলাম গার্মেন্টস খাতের অগ্রগতির বিভিন্ন চ্যালেঞ্জ ও দুর্বলতার চিত্র তুলে ধরে বলেন, এই মুহূর্তে রাজনৈতিক চ্যালেঞ্জই তৈরি পোশাকশিল্পের প্রধান চ্যালেঞ্জ। এছাড়াও বাংলাদেশে পোশাকখাতে বিনিয়োগের পরিবেশ তৈরি করা একটা বড় চ্যালেঞ্জ। তবে পোশাকখাতের উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা খুব জরুরি।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিজিএমইএ এর সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম, বিজিএমইএ এর সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, আব্দুস সালাম মুর্শেদীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।