বাড়িক্রিকেটশ্বাসরুদ্ধ কর ম্যাচে আফগানদের জয়

শ্বাসরুদ্ধ কর ম্যাচে আফগানদের জয়

Afghanistan
স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ কী হতে কী হয়ে গেল! স্কটল্যান্ডের অধিনায়ক দাঁত খুঁটতে খুঁটতে এখন এই কথাটাই ভাববেন। ৯৭ রানেই প্রতিপক্ষের ৭ উইকেট ফেলে দেওয়ার পর যেখানে তিনি বিশাল ব্যবধানে জয়ের হাসির প্রস্তুতি নিচ্ছিলেন, সেখানে ম্যাচ শেষে উল্টো আফগান লোয়ার অর্ডারদের দৃঢ়তায় নাকের পানি- চোখের পানি একসঙ্গেই ঝরাতে হলো তাকে!
সলিমুল্লাহ শেনওয়ারির লড়াইটা বুঝি বৃথা যাচ্ছিল। ৯৭ রানে সাত উইকেট হারিয়ে দল যখন ‘তাসের ঘরে’, তখন একাই বুক চিতিয়ে লড়াই করেন। ৪৭ তম ওভারের শেষ বলে ব্যক্তিগত ৯৬ রানে তার আউট হওয়ার পর মনে হচ্ছিল হেরেই যাবে আফগানরা। কিন্তু শাফুর জাদ্রান আর্বিভূত হন শেষ সময়ের নায়ক হয়ে।

শেনওয়ারি আউট হওয়ার সময় আফগানদের জয়ের জন্য দরকার ছিল ১৯ বলে ১৯। হাতে উইকেট নেই। শেষ জুটি হামিদ আর জাদ্রান। এক পর্যায়ে শেষ চার বলে দরকার চার রান। তখন নিশ্চিত রান আউটের হাত থেকে বেঁচে যান শাফুর। জীবন পেয়েই চার মেরে দলকে জিতিয়ে দিলেন। স্বপ্নভঙ্গ হল স্কটিশদের।

এদিন ডানেডিনে প্রথম ব্যাট করতে নেমে ২১০ রান করে স্কটল্যান্ড। জবাবে শেষে উইকেটর জয় পায় আফগানরা।

জাভেদ ছাড়া দুই অঙ্ক পার করেছেন মাত্র একজন-শেনওয়ারি(৯৬)। মূলত তার ব্যাটেই জয়ের আশা জাগে আফগানদের বিধ্বস্ত মনে।

স্কটল্যান্ডের কেউ অর্ধশতক পার করতে না পারলেও, অধিকাংশই দুই অঙ্ক পার করেন। সর্বোচ্চ রান করেছেন হক(৩১)

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img