বাড়িবিচিত্রশেখ জাহিদুজ্জামানের একগুচ্ছ কবিতা

শেখ জাহিদুজ্জামানের একগুচ্ছ কবিতা

ককটেল

koktel-hamla

 

থাকবো নাকো বদ্ধ ঘরেদেখব এবার ককটেলটারে,

কেমন করে ফুটছে তাঁরা

আশে পাশের রাস্তা ঘাটে।

দেশ হতে দেশ দেশান্তরে

ফাটছে তাঁরা কেমন করে,

তাঁদের ভয়ে কেমন করে

ছুটছে মানুষ একই সাথে।

কেমন করে হচ্ছে আওয়াজ

যুগান্তরের ঘূর্ণিপাকে,

শুনবো আমি আওয়াজটা ঐ

রাস্তা হতে আসছে তেড়ে।

ককটেল ছোঁড়া দেখব আমি

মৃত্যুর ভয় জয় করে,

ককটেলটারে দেখব আমি

আপন হাতের মুঠোয় পুরে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img