রুবেল ইসলাম, সময় সংবাদ বিডি-
মুন্সিগঞ্জঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে শেখেরনগর বাজারে অবস্থিত শেখেরনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় কার্যালয়ের কয়েকটি দরজা, চৌকাঠ ও পাটাতনসহ বেশকিছু অংশ পুড়ে গেছে।তাৎক্ষণিকভাবে বাজারের লোকজন খবর পেয়ে পার্শ্ববতী খালের পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এদিকে ঘটনার পর শুক্রবার বিকেলে এ কার্যালয়ের সামনে জড়িতদের চিহ্নিত ও শাস্তী দাবী করে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ধীরণের সভাপতিত্বে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সিরাজদিখান থানার এস আই মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গভীর রাতে কে বা কারা এ অগ্নিকান্ডের ঘটনা ঘটালে এতে কার্যালয়টির সামান্য কিছু অংশ পুড়ে গেছে ।
এ বাপারে সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ধীরণ জানান, এ ঘটনায় কার্যালয়ের কয়েকটি দরজা,চৌকাঠ ও পাটাতনসহ বেশকিছু অংশ পুড়ে গেছে। থানায় জিডি করার চেষ্টা চালানো হচ্ছে।