বাড়িক্রিকেটশুরুতেই ২ উইকেট তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ

শুরুতেই ২ উইকেট তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ

 

West Indies

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৮৩ রানের টার্গেটে ব্যাটি করছে টিম ইন্ডিয়ার। ভারতের হয়ে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে আসা  রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান খুব একটা সুবিধা করতে পারেনি। রোহিত শর্মা ১৮ বলে ৭ রান এবং শিখর ধাওয়ান ১৪ বলে ৯ রান করে সাজ ঘরে ফিরে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ৯.৪ ওভার শেষে ২ উইকেটে ৩৩ রান। ভিরাট কোহলি ২২ বলে ১৫ রানে ও রাহানে ৪ বলে ০ রানে অপরাজিত আছে।

এরআগে অস্ট্রেলিয়ার পার্থে পুল ‘বি’র ২৮তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জ্যাসন হোল্ডার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

ব্যাটিং এ নেমে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। শেষমেশ  ৪৪.২ ওভারে ১৮২ রানেই গুটিয়ে যায়।

দলের হয়ে সর্বোচ্চ হোল্ডার ৬৪ বলে চারটি চার আর তিনটি ছয়ে করেন ৫৭ রান। এছাড়া ২৬ রান করেন ড্যারেন স্যামি, আর ২১ রান করে করেন ক্রিস গেইল এবং জোনাথন কার্টার।

ভারতের হয়ে তিনটি উইকেট নেন মোহাম্মদ সামি। দুটি করে উইকেট পান উমেস যাদব এবং রবীন্দ্র জাদেজা।

এরআগে ভারত-ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে সাতবার মুখোমুখি হয়েছে। চারবার জিতেছে টিম ইন্ডিয়া আর তিনবার জয় পেয়েছে ক্যারিবীয়রা।

অস্ট্রেলিয়ার পার্থের এই ভেন্যুতে এর আগে ১৯৯১ সালে একবার মুখোমুখি হয়েছিল দল দুটি। সে ম্যাচে দুই দলই ১২৬ রানে অলআউট হয়। ম্যাচের ফলাফল ড্র।

ভারতের একাদশ: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, সুরেশ রায়না, মোহাম্মদ সামি/ভুবনেশ্বর কুমার, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহিত শর্মা ও উমেশ যাদব।

ওয়েস্ট ইন্ডিজের একদাশ: ডোয়াইন স্মিথ, ক্রিস গেইল, জোনাথন কার্টার, জেসন হোল্ডার (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, সুলেমান বেন, দিনেশ রামদিন (উইকেটরক্ষক) আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি, লেনডল সিমন্স, ও জেরম টেইলর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img