স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃআগামী শুক্র ও শনিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম আজাদ বুধবার ঢাকাটাইমসকে এ তথ্য জানান।
তিনি বলেন, বিএনপি চেয়ারিপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুটি মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
তিনি জানান, আগামী শুক্রবার সারাদেশে থানা পর্যায়ে, আর শনিবার জেলা পর্যায়ে এ কর্মসূচি পালন করা হবে।