স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ শুক্রবার দেশজুড়ে ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অনিমেষ আইচের নতুন ছবি জিরো ডিগ্রী। ছবিতে মূখ্য ভূমিকায় আছেন জয়া আহসান ও মাহফুজ আহমেদ। জিরো ডিগ্রীতে প্রথমবারের মতো জুটি হলেন তারা।
জিরো ডিগ্রী নিয়ে বেশ উচ্চাকাঙ্খা রয়েছে দুই তারকারই। ছবিটি নিয়ে জয়া বললেন, কোনো কিছুর পিছনে কঠোর পরিশ্রম করলে তা নিয়ে সবার প্রত্যাশা একটু বেশি থাকে। আর আমি শতভাগ বিশ্বাস করি দর্শক ছবিটি দেখে হতাশ হবেন না।
আর ছবির অন্যতম প্রযোজক ও অভিনেতা মাহফুজ আহমেদ তো চ্যালেঞ্জটা দিয়েই রেখেছেন। তিনি বললেন, “ভালোবাসা, ঘৃণা আর প্রতিশোধের গল্প নিয়ে ‘জিরো ডিগ্রী’। এই ছবি প্রমাণ করবে সুপারহিট তারকা নয়, গল্প আর অভিনব নির্মাণই ছবির আসল সম্পদ। এই ছবি একবার যে দেখতে বসবে, তাকে পুরোটা দেখতে হবে।
দুজনের একসাথে কাজ করার অভিজ্ঞতা নিয়ে জয়া বলেন, “মাহফুজ দারুন প্রতিভাবান। আমরা দুজন প্রথমবারের মতো বড় পর্দায় কাজ করছি। এটি আমার কাছে একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।”
আর জয়ার প্রশংসায় মাহফুজ বললেন, “আমি এর আগে জয়ার সাথে টিভি নাটকে অভিনয় করেছি। কিন্তু এবারের বিষয় পুরো ভিন্ন। জয়া সবসময় অসাধারণ কাজ করে। অভিনয়ের সময় চরিত্রের ভিতর ঢুকে পড়েন তিনি।”
সিনেমাটিতে অভিনয় করেছেন জয়া আহসান এবং মাহফুজ আহমেদ ছাড়াও অভিনয় করেছেন, ইখতেখার দিনার, তারেক আজিজসহ আরও অনেকে। এছাড়াও সিনেমাটিতে গানে কণ্ঠ দিয়েছেন বিখ্যাত কণ্ঠশিল্পী জেমস।