বাড়িখেলাধুলাশিরোপা জিততে দারুণ প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ

শিরোপা জিততে দারুণ প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ

10979289_794638560590028_206109797_n_53094

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। নিজেদের সেরাটা খেলে এ আসরের শিরোপা  জিততে দারুণ প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ দল।

বাংলাদেশের হয়ে মাঠে খেলছেন  শহীদুল সোহেল (গোলরক্ষক), রায়হান হাসান, ইয়াসিন খান, নাসির, ইয়ামিন মুন্না, জামাল ভুঁইয়া, মামুনুল ইসলাম, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, সোহেল রানা, জাহিদ হোসেন ও জাহিদ হাসান এমিলি।

বাংলাদেশ এ পর্যন্ত মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলেছে ৩টি । দুটি বিশ্বকাপ বাছাইয়ে, একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচে বাংলাদেশ পরাজিত হয়েছে।

তবে দুই দল সব মিলিয়ে মুখোমুখি হয়েছে ৮ বার। বাংলাদেশের জয় মাত্র ১টিতে, মালয়েশিয়ার জয় ৬টিতে, বাকি ১ ম্যাচ ড্রয়ের পথে গড়ায়।

টুর্নামেন্টের অন্যতম ফেভারিট থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে বাংলাদেশ দল।

আজকের ফাইনালে মালয়েশিয়া যুবাদের হারাতে পারলেই ২৬ বছর পর বাংলাদেশ ফিফা স্বীকৃত কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img