বাড়িজাতীয়শিমুলিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, পিস্তল ও গুলি সহ আটক ২

শিমুলিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, পিস্তল ও গুলি সহ আটক ২

songroso

রুবেল ইসলাম, সময় সংবাদ বিডি-

মুন্সীগঞ্জঃ লৌহজংয়ের শিমুলিয়া স্প্রীট বোট ঘাটে আধিপত্ত বিস্তার ও স্প্রীটবোট সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের  মধ্যে সংঘর্ষ বাধে।

শুক্রবার বেলা ১২ টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

উপজেলার  পুলিশ জানায় , শিমুলিয়া স্প্রীটবোট ঘাটে আদিপত্ত বিস্তার ও সীবোটের সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে দিনু খাঁন গ্রুপ ও কালাম গ্রুপের সাথে সংঘর্ষ বাধে এতে দিনু খানের লোকজন হামলা চালিয়ে কালামের মাথা ফাটিয়ে দেয়, আর এতেই সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বেলা আড়াইটার দিকে একটি মটর সাইকেলে করে দুই যুবক শিমুলিয়া ঘাটে প্রবেশ করলে পুলিশের সন্দেহ হলে পুলিশ তাদেরকে চ্যালেন্স করে এবং তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল (ইউএস) এর তৈরী ও ৫ রাউন্ড গুলি উদ্বার করে।

আটক কৃতরা হলো উত্তর যশলদিয়া গ্রামের রকি(২৩) ও উত্তর কান্দি পাড়া গ্রামের আহাদ (২৬)। এই রির্পোট লিখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছে  ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img