স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক তিন ব্যবসায়ী হলেন- তারেক রহমান (২২), আজিজ (৪৫) ও আব্দুল আলিম(৩৫)।
বৃহস্পতিবার রাতে তাদের আটক করার পর শুক্রবার (০৬ মার্চ) সকালে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম ময়নুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শিবগঞ্জের পাইলিং মোড়ে অভিযান চালায় পুলিশ। এ সময় ধানের চিটভর্তি একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ওই তিনজনকেআটক করা হয়।
পরে শুক্রবার সকালে তাদের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানান ওসি।