স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃঢাকার হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে সোনাসহ চোরাচালান চক্রের ২ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. কবীর হোসেন (৪১) ও মো. আবুল কালাম (৩৯)। তারা দুজনেই কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজার থানাধীন জগমোহনপুর এলাকার বাসিন্দা।
র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম আটেকর বিষয়টি নিশ্চিত করে জানান, র্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বিমানবন্দর থানাধীন হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আন্তর্জাতিক চোরাচালান চক্রের সক্রিয় সদস্যরা অবস্থান করছে।
এ খবরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে র্যাব ওই এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক চোরাচালান চক্রের ওই ২ সক্রিয় সদস্যকে আটক করে।
তিনি আরো জানান, আটকের সময় তাদের কাছ থেকে ৭টি সোনার বার (১০ তোলা ওজনের ৫টি এবং ৫ তোলা ওজনের ২টি) ও ২ ভরি স্বর্ণালংকার, বিভিন্ন ব্রান্ডের ৫টি মোবাইল সেট এবং ১১ হাজার ১১০ সৌদি রিয়াল জব্দ করা হয়েছে।