বাড়িঅপরাধ ও দুর্নীতিশাহজালাল বিমানবন্দরে স্বর্ণসহ আটক দুই

শাহজালাল বিমানবন্দরে স্বর্ণসহ আটক দুই

স্বর্ণসহ আটক

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃঢাকার হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে সোনাসহ চোরাচালান চক্রের ২ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. কবীর হোসেন (৪১) ও মো. আবুল কালাম (৩৯)। তারা দুজনেই কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজার থানাধীন জগমোহনপুর এলাকার বাসিন্দা।

র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম আটেকর বিষয়টি নিশ্চিত করে জানান, র‌্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বিমানবন্দর থানাধীন হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আন্তর্জাতিক চোরাচালান চক্রের সক্রিয় সদস্যরা অবস্থান করছে।

এ খবরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে র‌্যাব ওই এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক চোরাচালান চক্রের ওই ২ সক্রিয় সদস্যকে আটক করে।

তিনি আরো জানান, আটকের সময় তাদের কাছ থেকে ৭টি সোনার বার (১০ তোলা ওজনের ৫টি এবং ৫ তোলা ওজনের ২টি) ও ২ ভরি স্বর্ণালংকার, বিভিন্ন ব্রান্ডের ৫টি মোবাইল সেট এবং ১১ হাজার ১১০ সৌদি রিয়াল জব্দ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img