বাড়িঅপরাধ ও দুর্নীতিশাহজালালে ২৭ কেজি স্বর্ণসহ কোরিয়ান কূটনীতিক আটক

শাহজালালে ২৭ কেজি স্বর্ণসহ কোরিয়ান কূটনীতিক আটক

gold_ctg_BG_210673406

স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-

ঢাকাঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ২৭ কেজি স্বর্ণসহ উত্তর কোরিয়া দূতাবাসের এক কূটনীতিককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটক কূটনীতিকের নাম- সন ইয়াং ন্যাম (৫০)।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়।

কাস্টমস সূত্র জানায়, কূটনীতিককে এখনো আটক রাখা হয়েছে। তার সাথে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত রয়েছেন।

আটক কোরিয়ার কূটনীতিককে ভিয়েনা চুক্তি অনুযায়ী ছেড়ে দেওয়া যায় কিনা সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img