স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ বিএনপি ভাইস চেয়ারম্যান শমসের মবিন ও দুদুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। রাজধানীর চকবাজার থানায় দায়ের করা গাড়ি ভাংচুর, সরকারি কাজে বাধা প্রদানের মামলায় রিমান্ড আবেদনের শুনানি শেষে রোববার এ আদেশ দেন আদালত।
এর আগে শমসের মবিন শাহাবাগ থানার একটি মামলায় ৫ দিনের রিমান্ডে ছিলেন।
এদিকে শামসুজ্জামান দুদুকে রূপনগর থানার একটি মামলার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
এর আগে তিনিও ১১ দিনের রিমান্ডে ছিলেন।