স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ মধ্যে ৭২ ঘন্টা হরতালের ১ম দিন রাতে রাজধানীর শনিরআখড়া এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
রোববার রাত পৌনে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের ডিউটি অফিসার ভজন সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।