বাড়িঅপরাধ ও দুর্নীতিলুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট

লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট

সময় সংবাদ বিডি ঢাকা || রাজনীতি || সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

এই মামলায় ৮ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে লুৎফুজ্জামান বাবরের করা আপিলের শুনানি শেষে বুধবার বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ খালাসের রায় দেন।

আদালতে বাবরের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সাথে ছিলেন আইনজীবী যায়েদ বিন আমজাদ।

সূত্রে জানা যায়, অবৈধ অর্জন ও তথ্য গোপনের মামলাটি ২০০৮ সালের ১৩ জানুয়ারি রমনা থানায় দায়ের করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মির্জা জাহিদুল আলম।

যানা গেছে, ২০২১ সালের ১২ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত -৭ এর বিচারক মোঃ শহিদুল ইসলাম বাবরকে অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের মামলায় বাবারকে আট বছরের কারাদণ্ডাদেশ দেন। সে রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img