বাড়িআন্তর্জাতিকলিবিয়ায় গাড়ি বোমায় নিহত ৪০

লিবিয়ায় গাড়ি বোমায় নিহত ৪০

afgan_123189

অান্তজাতিক সংবাদ,সময় সংবাদ বিডি-

গাড়ি বোমায় লিবিয়াতে ৪০ জন নিহত ও ৭০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার লিবিয়ার কুব্বা শহরে হতাহতের এসব ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

গাড়ি বোমাগুলো বিস্ফোরিত হয়েছে একটি পেট্রোল পাম্পে, একটি স্থানীয় নিরাপত্তা কার্যালয়ে ও আরেকটি কুব্বা শহরের কাউন্সিল ভবনের প্রধান কার্যালয়ে। এতে নিহত হয়েছেন ৪০ জন, আহত হয়েছেন ৭০ জন। লিবিয়ার নিরাপত্তা বাহিনী ও হাসপাতাল সূত্র এ তথ্য জানিয়েছে।

নিহতদের জন্য ৭ দিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন শহরের নেতা সালেহ।

হামলা দায়দায়িত্ব কেউ স্বীকার করেনি।

প্রসঙ্গত, গাদ্দাফি পতনের পর লিবিয়াতে এক বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী হিসেবে আবদুল্লাহ আল-থিন্নিকে পশ্চিমা বিশ্ব স্বীকৃতি দিয়েছে। সালেহ হচ্ছেন থিন্নি সরকারের একজন অংশীদার। তিনি তবরুকের দায়িত্ব পালন করেন। তার বাড়ি হচ্ছে কুব্বায়।

সম্প্রতি লিবিয়াতে আইএস জঙ্গিদের ওপর বিমান হামলা চালাচ্ছে মিশর। মিশরের ২১ জন খ্রিস্টানকে আইএস জঙ্গিরা শিরোচ্ছেদ করলে প্রতিশোদ নেবার কথা বলেছিল মিশর সরকার।

গত ১৬ ফেব্রুয়ারি সোমবার থেকে আইএসের বিভিন্ন অবস্থানের ওপর বিমান হামলা চালিয়েছে মিশর। তারই জবাবে এই হামলা চালিয়েছে আইএস।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img