বাড়িছবির খবরলিন্ডসে লোহানের বিরুদ্ধে মামলা

লিন্ডসে লোহানের বিরুদ্ধে মামলা

Lindsay Lohan
স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ সময়টা মোটেও ভালো যাচ্ছে না হলিউড অভিনেত্রী এবং সঙ্গীতশিল্পী লিন্ডসে লোহানের। চুক্তিবদ্ধ থাকা অবস্থাতেও সময় না দেয়ার জন্য একটি স্টাইলিস্ট ম্যানেজমেন্ট কোম্পানি মামলা ঠুকে দিয়েছে তার বিরুদ্ধে।
জানা গেছে, ‘ইনকনসিয়েবল’ ছবিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন লোহান। শুধু তিনিই নন, তার সাথে একজন হেয়ার স্টাইলিস্ট এবং একজন মেকআপ-ম্যানকেও চুক্তিবদ্ধ করা হয়। ২০১৪ সালের জানুয়ারি মাসে সান্ডেন্স ফিল্ম ফেস্টিভ্যালে লোহান যখন অংশগ্রহণ করেছিলেন তখন এই চুক্তি সম্পন্ন হয়।
কিন্তু বছর পেরিয়ে গেলেও এখনো ছবির কাজ শুরু করতে পারেনি ছবিটির প্রডাকশন কোম্পানি। লোহান শিডিউল ফাঁসিয়েছেন বলেই কাজ শুরু করা যায়নি বলে জানিয়েছে ছবিটির প্রডাকশন কোম্পানি। আর এজন্যই লোহানের সাথে সাথে তার হেয়ার স্টাইলিস্ট এবং মেকআপ-ম্যানের বিরুদ্ধেও মামলা দায়ের করেছে তারা।
এ প্রসঙ্গে লোহান সংবাদ মাধ্যমের কাছে জানান, ‘আমিও এধরণের অভিযোগের কথা শুনেছি। তবে মামলার কাগজপত্র না দেখা পর্যন্ত আমি কিছু বলতে পারবো না। আমি আমার আইনজীবির সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেবো।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img