স্টাফ রিপোর্টার, সময় সংবাদ বিডি-
ঢাকাঃ রাজধানীর লালবাগ এলাকার কাজী রিয়াজউদ্দিন রোডে এক ব্যবসায়ীকে গুলি করে ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ীর নাম হাসান বিল্লাহ তাসরিফ (৩০)। তিনি আরাফাত ট্রেইডিংয়ে সহকারী হিসাবরক্ষক হিসেবে কাজ করেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনা ঘটে।
আরাফাত ট্রেইডিংয়ের ম্যানেজার মো. মাঈনুদ্দিন মাসুদ বলেন, সকালে রিয়াজউদ্দিন রোডের বাসা থেকে বের হয়ে টাকার ব্যাগ নিয়ে অফিসের দিকে যাচ্ছিলেন। বাসা থেকে কিছু দূরে অফিসের মাইক্রোবাসে ওঠার সময় তিনজন তার বাম পায়ে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসেন।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পরিতোষ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কাউকে আটক করা জায়নি।