বাড়িচট্টগ্রামলক্ষ্মীপুরে বাসে পেট্রোলবোমা হামলা : দগ্ধ পাচঁ

লক্ষ্মীপুরে বাসে পেট্রোলবোমা হামলা : দগ্ধ পাচঁ

লক্ষ্মীপুরে

সময় সংবাদ বিডি, লক্ষ্মীপুর:

২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের মধ্যে লক্ষ্মীপুর জেলার বেগমগঞ্জ আঞ্চলিক সড়কের জকসিন বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে ৫ যাত্রী দগ্ধ হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে  এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৯ টার দিকে নোয়াখালীর সোনাপুর থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহন নামের যাত্রীবাহী বাসটি জকসিন বাজার এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা পেট্রোলবোমা হামলা করে। এতে বাসে আগুন ধরে ৫ যাত্রী দগ্ধ হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির এ ঘটনা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান চলছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img