বাড়িজাতীয়লক্ষ্মীপুরে প্রতিপক্ষের গুলিতে যুবলীগকর্মী নিহত

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের গুলিতে যুবলীগকর্মী নিহত

Guli

  স্টাফ করেসপন্ডেন্ট, সময় সংবাদ বিডি-

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদরে প্রতিপক্ষের গুলিতে মো. বাবর (২৮) নামে এক যুবলীগ কর্মী খুন হয়েছেন।

শনিবার সন্ধায় সদর উপজেলার দূর্গাপুর আনসার আলী বাড়ির কাছে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

মাদক ব্যবসা ভাগ ভাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটছে বলে ধারণা করা হচ্ছে।

যুবলীগকর্মী বাবর একই ইউনিয়নের পূর্বদিঘলী গ্রামের জমাদার বাড়ীর মফিজ উল্যার ছেলে। তিনি স্থানীয় যুবলীগ সমর্থক। তবে দলীয় সূত্রে দাবি করা হচ্ছে, তিনি দলীয় কোনো পদে ছিলেন না।

পুলিশ ও এলাকাবাসী জানান, বাবর দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসা করে আসছে। শনিবার সন্ধায় নিজ বাড়ি থেকে বের হয়ে পাশের গ্রাম দূর্গাপুর আনসার আলী বাড়ির রহিমের ঘরে অবস্থান নেয়। এক পর্যায়ে মাদকের ভাগ ভাটোয়ারা নিয়ে তাকে প্রতিপক্ষরা গুলি করে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব) যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম জানান, বাবর দিঘলী ইউনিয়ন যুবলীগের সদস্য। তাকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, বাবরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনারস্থলে এসেছি। খুনের ব্যাপারে তদন্ত চলছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Must Read

spot_img