সময় সংবাদ বিডি -ঢাকা: করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউন ঘোষণা করা হয়েছে কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গ। লকডাউন চলাকালীন সময়ে কলকাতা শহর প্রায় জনশূন্য বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এসময় নিময় অমান্য করায় অন্তত ২৫৫ জনকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ।
জানা যায়,করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে সোমবার বিকাল পাঁচটা থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত লকডাউন চলবে গোটা রাজ্য। আর এমন পরিস্থিতিতে মঙ্গলবার সকাল থেকেই কলকাতার রাজপথের ছবি হার মানাবে যে কোনও ধর্মঘটকে।
গণমাধ্যমে জানা যায়,কলকাতার রাজপথে নামেনি সরকারি বা বেসরকারি কোন গণপরিবহণ। শুধু জরুরি গাড়ি এবং তাদের কর্মী ছাড়া আর কোনও যানবাহন শহরে চোখে পড়েনি। বন্ধ ছিল বেশিরভাগ বাজারও। তবে যে সব বাজার খুলেছে সেগুলোতে জনসমাগম ছিল বেশ।